ফের রেল দুর্ঘটনা! এবার উত্তরবঙ্গে লাইনচ্যুত মালগাড়ি

ফের শিরোনামে ট্রেন দুর্ঘটনার খবর। ট্রেন দুর্ঘটনা এবার উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে। বুধবার সকালে তেলবোঝাই করা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়।যদিও ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির কোন খবর নেই। তবে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় মালগাড়ির দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) আধিকারিক জানিয়েছেন, কোনও আহত বা মৃত্যুর কোনও খবর নেই। এনএফআর সিপিআরও সব্যসাচী দে পিটিআইকে জানিয়েছেন, খালি কোচগুলি রাঙাপানি সাইডিংয়ের দিকে যাচ্ছিল। সকাল ১১:৪৫ টায় লাইনচ্যুত হয়েছিল। তিনি বলেন, এ অঞ্চলে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। রেলের কর্মীরা দ্রুত লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে ট্র্যাকগুলি পরিষ্কার করেছেন। প্রসঙ্গত, স্থানটি সেই স্থান থেকে খুব বেশি দূরে নয় যেখানে ১৭ জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল। এতে ১০ জনের মৃত্যু হয়েছিল। এদিকে লাগাতার রেল দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আজ আরেকটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের একই ফাঁসিদেওয়া/রাঙ্গাপানি এলাকায়, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল! যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও