আমরা কঠোর পরিশ্রমী মানুষ, রিল বানিয়ে সহানুভূতি দেখাই না! সুরক্ষা প্রশ্নে বিরোধীদের জবাব রেলমন্ত্রীর

দিন কয়েক আগে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান-বরাবাম্বু রেলওয়ে স্টেশনের মধ্যে হাওড়া-সিএসটিএম মেল লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় মারা যায় ৩ জন যাত্রী। একই সঙ্গে গত কয়েক মাসে রেল দুর্ঘটনারও অনেক ঘটনা ঘটেছে। দেশে ক্রমবর্ধমান রেল দুর্ঘটনা নিয়ে বৃহস্পতিবার লোকসভায় তুমুল হট্টগোল হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিরোধী সাংসদের প্রশ্নের উত্তর দিতে দাঁড়ালে বিরোধী নেতারা তোলপাড় শুরু করেন। ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ক্রমাগত কোণঠাসা করছেন বিরোধী নেতারা। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করছে বিরোধীরা। এর আগে বারবার রিল মন্ত্রী বলে কটুক্তি করেছিল বিরোধীরা। গত দুদিনে লোকসভায় অনুষ্ঠিত আলোচনার জবাবে বৈষ্ণব বলেছিলেন, “আমরা কেবল রিল তৈরির লোক নই, আমরা কঠোর পরিশ্রমী মানুষ।” রেল বাজেট নিয়ে আলোচনার জবাবে বিরোধীরা ‘অশ্বিনী বৈষ্ণব হাই হাই’ স্লোগান দেওয়ার সময় তাঁর মন্তব্য এসেছে। এদিকে লোকসভায় বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কংগ্রেসকে নিশানা করেন অশ্বিনী বৈষ্ণব।রেলমন্ত্রী বলেন, “লোকো পাইলটদের গড় কাজ এবং বিশ্রামের সময় ২০০৫ সালে প্রণীত রেলওয়ে আইনের একটি নিয়ম দ্বারা নির্ধারিত হয়। ২০১৬ সালে, আমরা এই নিয়মগুলি সংশোধন করেছি এবং লোকো পাইলটদের আরও সুবিধা দেওয়া হয়েছিল। সমস্ত চলমান রুম অর্থাৎ ৫৫৮ লোকো ক্যাবগুলি প্রচুর ভাইব্রেট করে এবং তাই ৭ হাজারের বেশি লোকো ক্যাব শীতাতপ নিয়ন্ত্রিত। যারা আজ রিল বানিয়ে সহানুভূতি আদায় করছে তাদের সময়ে এটা শূন্য ছিল।” বিরোধীদের প্রতি বিরক্তি প্রকাশ করে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, যারা এখানে চিৎকার করছে তাদের জিজ্ঞাসা করা উচিত, তারা ক্ষমতায় থাকা ৫৮ বছরে কেন এক কিলোমিটার অটোমেটিক ট্রেন প্রোটেকশন (এটিপি) স্থাপন করতে পারেনি। উল্লেখ্য, বিরোধী নেতাদের হট্টগোলে কেন্দ্রীয় মন্ত্রীকে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল। তিনি কঠোর সুরে বিরোধী নেতাদের নিজ নিজ আসনে বসতে বলেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও