বাংলাদেশের বন্যা নিয়ে উপহাসযুক্ত শিরোনাম, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

সংবাদ সম্প্রচারকারী প্রতিষ্ঠান জি মিডিয়া কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। বাংলাদেশী হ্যাকার গ্রুপ ‘সিস্টেম এডমিন বিডি’ সাইবার হ্যাক করার পিছনে রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে উপহাস করার অভিযোগে সংবাদ প্রকাশ করায় জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে দাবি। ওয়েবসাইটে একটি হুঁশিয়ারি বার্তা লেখা হয়েছে, “জি মিডিয়ার সাইটটি হ্যাক করা হয়েছে কারণ তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করেছে। যদি তারা তাদের নোংরা আচরণ অব্যাহত রাখে, তাহলে আমরা নিউজ চ্যানেলটি দখল করে তা ধ্বংস করে দেব।” হ্যাকার দ্বারা জব্দ করা ওয়েব সার্ভার বার্তাটি ওয়েবসাইটের হোমপেজেও দৃশ্যমান এবং একটি জি নিউজ স্টোরির একটি স্ক্রিনশটও দেখানো হয়েছে৷ জি ২৪ ঘন্টার বন্যা সংক্রান্ত খবরের শিরোনাম মোটেও পছন্দ হয়নি তাদের। উল্লেখ্য, বুধবার ‘জি ২৪ ঘণ্টা’ বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এতে সংবাদ শিরোনাম ছিল “ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…’’। এই সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তুমুল সমালোচনা শুরু হয়। ব্যপক ভাইরাল হতে থাকে স্কিনশট যুক্ত খবরটির শিরোনাম। বাংলদেশে বন্যা পরিস্থিতির অবনতির মাঝে, এমন খবরে ক্ষুব্দ হয়ে পড়ে নেটিজেনরা। যদিও সেই স্ক্রিনশটের সত্যতা টিএইচজি বাংলা যাচাই করেনি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও