‘সমাজ হিসেবে আমরা কোথায় যাচ্ছি?’, লাগাতার ধর্ষণের ঘটনায় ক্ষুব্দ রাহুল গান্ধী

মহারাষ্ট্রের বদলাপুরে চার বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে বিক্ষোভ চলছে। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ইতিমধ্যেই ক্ষুব্ধ দেশ। এখন মহারাষ্ট্রের ক্ষেত্রে বিক্ষোভ শুরু হয়েছে। এবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তুলে বলেন, এখন কি এফআইআর নথিভুক্ত করার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে? এ ঘটনায় কংগ্রেস নেতা ‘এক্স’ হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারের পর এখন মহারাষ্ট্রে মেয়েদের বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে তা ভাবতে বাধ্য করে। সমাজ হিসেবে আমরা কোথায় যাচ্ছি? এটা ভাবার বিষয়। বদলাপুরে দুই নিস্পাপ মেয়ের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার পর, জনসাধারণ ‘ন্যায়বিচারের জন্য’ রাজপথে না আসা পর্যন্ত তাদের বিচার পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ নেওয়া হয়নি।” লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আরও লিখেছেন, “এখন কি এফআইআর নথিভুক্ত করার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে? সর্বোপরি, ভুক্তভোগীদের থানায় যাওয়া এত কঠিন হয়ে পড়েছে কেন? ন্যায়বিচারের চেয়ে অপরাধ আড়াল করার জন্য বেশি প্রচেষ্টা করা হয়, যার সবচেয়ে বড় শিকার নারী এবং দুর্বল শ্রেণীর মানুষ। এফআইআর নথিভুক্ত না করা শুধুমাত্র ভুক্তভোগীদের নিরুৎসাহিত করে না বরং অপরাধীদেরও উৎসাহিত করে।” তিনি আরও বলেছেন, “সমাজে নারীদের নিরাপদ পরিবেশ দিতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা সব সরকার, নাগরিক ও রাজনৈতিক দলকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। ন্যায়বিচার প্রতিটি নাগরিকের অধিকার, তাকে পুলিশ ও প্রশাসনের ইচ্ছার ওপর নির্ভরশীল করা যায় না।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও