‘স্পেন একতরফাভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে’, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘোষণা

 

 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেয় তাহলে স্পেন একতরফাভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তিনি সেটিই বেশি পছন্দ করবেন।

গতকাল (শুক্রবার) গাজার রাফা ক্রসিং পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী। এই সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। সংবাদ সম্মেলনের দুই প্রধানমন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের বেসামরিক জনগণের ওপর হত্যাকাণ্ড চালানো বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান। নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য তারা ইসরাইলের নিন্দা করেন। সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গাজায় আধুনিক সময়ে নিকৃষ্টতম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

স্পেন বর্তমানে কাউন্সিল অফ দ্যা ইউরোপিয়ানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। জানুয়ারি মাস থেকে এই দায়িত্ব নেবে বেলজিয়াম।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান ফিলিস্তিন রাষ্ট্রকে স্পেন একতরফাভাবে স্বীকৃতি দেবে কিনা। জবাবে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, “ইউরোপীয় ইউনিয়নের জন্য সেই সময়টি এসে গেছে। বাকি আন্তর্জাতিক বিশ্ব একই কাজ করতে পারে।” তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ মিলে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে সেটি হবে ভালো এবং আমরা তা একসাথে করতে চাই কিন্তু যদি সেটি না হয় তাহলে স্পেন তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে।”

এর আগে বৃহস্পতিবার স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানয়াহু এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলাদা বৈঠক করেন। গাজা যুদ্ধের অবসানের মিশন নিয়ে তারা আঞ্চলিক এই সফরের নেমেছেন।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সানচেজ বলেন, “আজকে শান্তি মানে হচ্ছে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাতে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম অন্তর্ভুক্ত থাকবে।”

গতকাল রাফা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রী একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানান যার মাধ্যমে ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধান করা সম্ভব হয়। তিনি বলেন, ওই শান্তি সম্মেলনে ইসরাইল এবং ফিলিস্তিন- দুই পক্ষেরই প্রতিনিধিত্ব থাকবে।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গাজায় যে হামলা চালিয়েছে তাকে স্পেনের প্রধানমন্ত্রী নির্বিচারে নিরপরাধ বেসামরিক জনগণকে হত্যা বলে অভিহিত করেন। তিনি পরিষ্কারভাবে বলেন, এই হত্যাযজ্ঞ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

এদিকে, গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য দায়ী করায় স্পেন ও বেলজিয়ামের ওপর ক্ষিপ্ত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরইমধ্যে স্পেন ও বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরাইল।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও