রামনবমী মানেই জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস, রাজ্য সরকারের ছুটির বিরোধীতা কবীর সুমনের

রামনবমী উপলক্ষে বাংলায় ১৭ এপ্রিল ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। শনিবারই নবান্ন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। রবিবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন কবীর সুমন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আর পারলাম না। রামনবমীতেও আমার রাজ্যে ছুটি। মানছি না।” রামনবমী মানেই জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস বলে আখ্যায়িত করেছেন তিনি। সুমন বিবৃতিতে বলেছেন, “অনেক দিন আগে আমাদের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বোম্বের শিল্পীদের আমরা এত টাকা, সম্মান দিয়ে বাংলায় আনি কেন? কেন তাদের দিয়ে গান গাওয়াই? বোম্বের লোকেরা কি ওদের গণেশ পুজোয় বাঙালি শিল্পীদের নিয়ে যায়?” তিনি আরও বলেন, ” হিন্দিহিন্দুত্বওয়ালাদের তোয়াজ করতে রামনবমীর ছুটি? মানছি না আমি। আমি বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করতে। এই সরকার বাংলা খেয়ালকে মান্যতা দিয়েছেন। তাঁদের কুর্ণিশ জানিয়েছি বারবার। কিন্তু এ রাজ্যের ভাষা বাংলা। সেই ভাষায় খেয়াল রচনা গাওয়া শেখানো হবে এটাই তো স্বাভাবিক। কাজেই রাজ্য সরকার অস্বাভাবিক কিছু করেননি। তাঁদের করণীয় কাজের সীমা পেরিয়ে করেননি কিছু। কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমীকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা সরকার যদি সত্যিই করে থাকেন তাহলে আমি সরকারের এই ঘোষণার এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও