দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের জন্য অবৈতনিক ছাত্রাবাস গড়ছে ভারত সেবাশ্রম 

টিএইচজি বাংলা:
আর্থিক অনটনের কারনে দুঃস্থ ও মেধাবী ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনা করতে পারেনা। এদের পড়াশোনার ভার নিতে এগিয়ে এল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে ছাত্রদের জন্যে বিনামূল্যে থাকা খাওয়া ও পড়াশোনার ছাত্রাবাস। এবার উত্তর চব্বিশ পরগনার নিমতার কাজী নজরুল ইসলাম সরনীর ইটখোলা এলাকায় গড়ে উঠছে তিনতলা বিদ্যার্থী ভবন বা ছাত্রাবাস। শুক্রবার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ তিন তলা প্রনবানন্দ বিদ্যার্থী ভবনের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন সঙ্ঘের যুগ্ম সম্পাদক স্বামী ভাষ্করানন্দ মহারাজ।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক বলেন, আর্থিক কারনে অনেক ছাত্রই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনা। তারা যাতে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তাই এই উদ্যোগ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও