হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না, যোগীর বুলডোজার নীতির সমালোচনা করলো সুপ্রিমকোর্ট

টিএইচজি: বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার বিরুদ্ধে গোটা দেশজুড়ে আলোচনা হচ্ছে। বিরোধীরা নিশানা করছে যোগী সরকারকে। এরই মধ্যে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারের ‘বুলডোজার-নীতি’র সমালোচনা করল সুপ্রিম কোর্ট। আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশে বলেছে, ‘দেশে যে আইনের শাসন রয়েছে, সে বিষয়ে নাগরিকদের মধ্যে একটি বোধ থাকতে হবে। কর্তৃপক্ষকে (উত্তরপ্রদেশ সরকার) ন্যায্য ভাবে আইনের পথ অনুসরণ করে পদক্ষেপ করতে হবে।’ দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও