যশবন্ত সিনহাকে সমর্থনের মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষ জনতার প্রতি নির্লজ্জ বিশ্বাসঘাতকতা করল বামপন্থী দলগুলি

টিএইচজি বাংলা:
রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থনের মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষ জনতার প্রতি নির্লজ্জ বিশ্বাসঘাতকতা করল তিনটি প্রধান সংসদীয় বামপন্থী দল। গুজরাট দাঙ্গার সময় বিজেপির মন্ত্রীসভা আলো করে ছিলেন যশবন্ত সিনহা। তাঁর ছেলে জয়ন্ত এখন হাজারিবাগের বিজেপি সাংসদ।

কংগ্রেস, তৃণমূল-সহ অন্য রাজনৈতিক দলগুলির অবস্থান নিয়ে কিছু বলার নেই। কিন্তু বামপন্থীরা চাইলে দূরত্ব তৈরি করতে পারতেন। প্রতীকী প্রতিবাদ হিসাবে অন্য প্রার্থীও দেওয়া যেত। পরাজয় নিশ্চিত জেনেও কোনও প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বকে সামনে রেখে লড়াই করা যেত। বামপন্থী নেতৃত্ব তা করলেন না। তাঁরা কার্যত আত্মসমর্পণ করলেন।

কিন্তু ইতিহাস সম্ভবত তিনখানা পলিটব্যুরোর উপর নির্ভরশীল নয়। মোদী-শাহের বিজেপি বনাম বাজপেয়ী-আদবানীর বিজেপির বাইনারিতে সে নিজেকে আটকে রাখবে না। ভারতে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের মোকাবিলা হবে রাজপথেই। যাঁরা বিজেপি সাংসদের বাবাকে রাষ্ট্রপতি বানাতে চান, তাঁদের উপর এই লড়াই নির্ভর করবে না।
(সাংবাদিক অর্ক ভাদুড়ির ফেসবুক ওয়াল থেকে নেওয়া)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও