এইসব শব্দ বলা যাবেনা! জানুন বিস্তারিত

বেশ কিছু শব্দ ব্যবহার করা যাবেনা সংসদে। কেননা সাংসদদের মুখে ‘লাগাম পরাতে’ সক্রিয় হয়েছে নরেন্দ্র মোদী সরকার। জানা গেছে, লোকসভা এবং রাজ্যসভা অধিবেশন চলাকালীন বেশ কিছু শব্দের প্রয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার লোকসভা সচিবালয়ের তরফে প্রকাশিত ‘অসংসদীয় শব্দের’ তালিকায় রয়েছে, ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো বেশ কিছু আপাত নিরীহ শব্দ। সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’, ‘তানাশাহি’-র মতো শব্দের প্রয়োগও নিষিদ্ধ করা হয়েছে।
১৮ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে যাচ্ছে। তার আগে সাংসদদের জন্য প্রকাশিত পুস্তিকায় নিষিব্ধ করা হয়েছে, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘খুন সে ক্ষেতি’,‘স্নুপগেট’-এর মতো কিছু শব্দ বন্ধের ব্যবহার।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও