ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার নাম রাখার দাবি নাখোদা মসজিদের ইমাম শফিক কাশেমীর

মুর্শিদাবাদকে ভেঙ্গে যে তিনটি নামকরণ করা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রতিবাদ জানালেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী। তিনি অল ইন্ডিয়া ইমাম-মুয়াজ্জিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্য সভাপতি।
সোমবার মাওলানা শফিক কাসেমী সংগঠণের রাজ্য যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত একটি চিঠি মুখ্যমন্ত্রীকে মেইল করেন। নাখোদা মসজিদের ইমাম লেখেন, মুখ্যমন্ত্রীর জেলাকে তিন ভাগে বিভক্ত করাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু মুর্শিদাবাদ নাম কে পরিবর্তন করে জঙ্গিপুর এবং কান্দি করা জেলার সাধারণ মানুষ কোন মতেই মেনে নেয়নি। তিনি ওই চিঠিতে উল্লেখ করেন, এর আগেও কিছু জেলা যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ,দক্ষিণ চব্বিশ পরগনা নামকরণ করা হয়েছে। তেমনি মুর্শিদাবাদ এর নাম অক্ষুন্ন রেখে পশ্চিম মুর্শিদাবাদ এবং পূর্ব মুর্শিদাবাদ রাখতে হবে। এর ফলে জেলার উন্নয়ন যেমন হবে তেমনি ঐতিহাসিক মুর্শিদাবাদ নামটিও অক্ষুন্ন থাকবে।
মাওলানা কাশেমি সাহেব আরো বলেন একটি ঐতিহাসিক নাম কে কখনোই মুছে দেওয়া ঠিক নয়। এই ঐতিহাসিক নামের সাথে পুরো দেশের আবেগ জড়িত।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও