প্রতি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ, দেশের বেকারদের জন্য ভাতা চালুর দাবি কেজরিওয়ালের

প্রতি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সহ দেশের বেকারদের জন্য ভাতা চালুর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল বলেন, “আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব সরকারি সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। অথচ কেউ কেউ তার বিরোধিতা করছেন।”
তিনি প্রশ্ন তোলেন, ‘‘মানুষকে বিনামূল্যে জল, শিক্ষা প্রদান করলে এর মধ্যে ভুল কোথায় রয়েছে?’’ কেজরিওয়াল দাবি করেন, স্বাধীনতার এই মহোৎসবে জনগণকে পর্যাপ্ত শিক্ষা, নিখরচায় স্বাস্থ্য, প্রতি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া দরকার। দেশের বেকারদের জন্য ভাতা চালুর কথাও বলেন তিনি।
আম আদমি পার্টি তথা আপের প্রধান আরও বলেন, ‘‘বিজেপি বন্ধুত্ববাদ নীতি নিয়ে চলছে। তারা বন্ধুদের কোটি কোটি টাকা আয়ের সুবিধা করে দিচ্ছেন। এঁদের বিশ্বাসঘাতক বলা উচিত। আর কংগ্রেস তো পরিবারবাদে বিশ্বাসী। আমরা রাষ্ট্রবাদের জন্য লড়াই করছি।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও