গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। অনুব্রতকে গাড়িতে তুলে দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু ক্ষণ আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই আধিকারিকরা অনুব্রতর বাড়িতে ঢুকে বাড়ির সমস্ত দরজায় তালা মেরে দেন। নিয়ে নেওয়া হয় বাড়ির সবার মোবাইল ফোন। পরিস্থিতি এমন হয় যে, অনুব্রতর দেহরক্ষীরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন না। পরে অবশ্য কেষ্টর দেহরক্ষীদের প্রধানকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বার করা হয়। বসানো হয় সিবিআইয়ের গাড়িতে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পর এবার গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলকে।
তাকে আজই আদালতে তোলা হতে পারে।

এদিকে গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,  “অনুব্রত মণ্ডল হল মাফিয়া। মমতার প্রশয়ে আশ্রয়ে রয়েছেন। যে কি না মুদির দোকান থেকে মাগুড় মাছ বিক্রি করতেন সে এখন এক হাজার কোটির মালিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এসব। আশা করব এই অনুব্রত মণ্ডলরা যে অত্যাচার করেছেন, ভোট পরবর্তী সময়ে অনেক খুনও হয়েছে এঁদের নিশানায়। মুড়ির টিনে যাঁদের যাঁদের টাকা পাঠিয়েছেন সেই নামগুলো বলবেন এবার এটাই আশা রাখি।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও