আপনার আধার কার্ড দশ বছরের পুরনো? করতে হবে আপডেট, বিজ্ঞপ্তি দিয়ে জানাল ইউআইডিএআই

দশ বছর আগে যারা আধার কার্ড বানিয়েছিলেন তাঁদের সকলকে নিজেদের কার্ড আপডেট করতে আবেদন জানালেন আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। বুধবার বিজ্ঞপ্তি জারি করে ওই আবেদন জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা দশ বছর আগে আধার কার্ড বানিয়েছিলেন এবং মাঝে এক বারও আপডেট করাননি, তাঁদের সচিত্র পরিচয়পত্র এবং ঠিকানার সমস্ত কাগজপত্র নতুন করে জমা দিয়ে কার্ড আপডেট করতে বলা হয়েছে। অনলাইনে ‘মাই আধার’ পোর্টালে বা নিকটবর্তী যে কোনও আধার কেন্দ্রে গিয়ে এটা করা যাবে। যদিও এই আপডেট করানো বাধ্যতামূলক কি না তা ওই বিজ্ঞপ্তিতে বলেনি ইউআইডিএআই।

আধার কার্ড আপডেটের জন্য ফি দিতে হবে আধার কর্তৃপক্ষকে। তার পরেই নিজের সচিত্র পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ ওই পোর্টালে আপডেট করা যাবে।

সরকারি বিভিন্ন প্রকল্প এবং যোজনার সুবিধা পেতে আধার কার্ড আপডেট করা জরুরি বলে লেখা রয়েছে ইউআইডিএআই-এর ওই বিজ্ঞপ্তিতে। (সৌজন্য: আনন্দবাজার অনলাইন)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও