‘আমাকে বাঁচতে দিন,’ জামিন চেয়ে কাতর আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের

সোমবার আদালতে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিচারককে বললেন, ‘‘আমাকে বাঁচতে দিন। নিজেকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ দিন।’’ প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেছিলেন, ‘‘পার্থের মেডিক্যাল রিপোর্ট বলছে, তিনি গুরুতর অসুস্থ। একজন নেতা হিসেবে ওঁর কাজে বহু মানুষ উপকৃত হয়েছেন। উনি একজন শিক্ষিত মানুষ। পালিয়ে যাবেন না। দরকারে দেশের বাইরে না যাওয়ার শর্তে জামিন দেওয়া হোক ওঁকে।’’
আইনজীবীর এই বক্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী আদালতকে জানান, ‘‘১০০ দিন ধরে এখানে রয়েছি। অথচ এখনও এরা কিছু পাচ্ছে না।’’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে পার্থ বলেন, ‘‘এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে। কিন্তু আমার শরীর সঙ্গ দিচ্ছে না। আমাকে বাঁচতে দিন।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও