প্রাইমারি ২০১৪ চাকরি প্রার্থীদের আন্দোলনের আজ ১০১ দিন,কবে মিলবে চাকরি? উঠছে প্রশ্ন

প্রাইমারি ২০১৪ চাকরি প্রার্থীদের আন্দোলনের শুক্রবার একশো দিন পূর্ন হল। আজ শনিবার ১০১ দিন হল।
আন্দোলনের ১০০ দিনে একটি করুন নাটক পরিবেশিত হয়। একটি শিশু স্বপ্ন দেখছে তার বাবা চাকরি পাবে। কিন্তু বাস্তবে সেই চাকরি হয়নি। ২০১৪ পাস নট ইনক্লুডেড প্রেজেন্ট লিস্টের চাকরি প্রার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে হকের চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন। এর মধ্যে বিভিন্নভাবে মারা গেছেন অনেকেই। তাদের চাকরির স্বপ্ন শেষ হয়ে গেছে।
এদিন একতা মঞ্চে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম।
এক আন্দোলনকারী জানান, দেখতে দেখতে ১০০ দিনে পদার্পণ করলো আমাদের ২০১৪ প্রাথমিক টেট পাস প্রশিক্ষিত নট ইনক্লুডেড একতা মঞ্চের ধর্নামঞ্চ। কিন্তু আজও নিয়োগ পাইনি! সরকার আমাদের দাবি মানছে না, আমাদের হকের চাকরি চুরি হয়ে গেছে।
তারা বলছেন, মুখ্যমন্ত্রীর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আজও তা বাস্তবায়িত হয়নি বরং গিয়েছে বেশ কিছু চাকরি প্রার্থীর প্রাণ। একতা মঞ্চ তাদের ১০০ দিনের ধর্না উৎসর্গ করলো স্বপ্ন হারাদের প্রতি সন্ন্যাসী ঘোষ, বাবলু দুলুই, মিলন মন্ডল সহ হাজার হাজার বেকারদের।
চাকরি প্রার্থীদের নেতা অর্ণব ঘোষ এদিন সেই আগের মেজাজেই স্লোগান দিয়েছেন। করুনাময়ী থেকে এক্সাইড মোড়, সর্বত্র চাকরির দাবিতে স্লোগান উঠেছে। শহীদ মিনারের কাছে মাতঙ্গিনী মূর্তির পাদদেশেও বেকারদের সেই চাকরির দাবিতে আওয়াজ সমানে চলছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও