কোভিড বিধি না মানলে বন্ধ থাকুক ভারত জড়ো যাত্রা, রাহুল গান্ধীকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর

চিনে করোনা বাড়ছে, তাই সতর্ক ভারতও। করোনার বাড়বাড়ন্তের আশঙ্কা করছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। তাতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কড়া ভাবে করোনাবিধি মানার আবেদন জানানো হয়েছে। টিকা নেননি এমন ব্যক্তিদের যাতে যাত্রায় অংশ নিতে না দেওয়া হয়, তারও আবেদন করেছেন মনসুখ। পাশাপাশি লিখেছেন, করোনা বিধি পালন যথাযথ ভাবে সম্ভব না হলে যেন যাত্রা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস নেতারা। একই চিঠি গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের কাছেও। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর চিঠির পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেসও। পবন খেরার দাবি, নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচির উপর চাপ তৈরি করে যাত্রা বন্ধ করার কৌশল নিয়েছে কেন্দ্র। তার পিছনে মূল কারণ কোভিড-ভীতি নয়, মোদীর কংগ্রেস ভীতি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও