অর্থনৈতিক নীতির বিষয়ে অত্যন্ত সংযমী থাকতে হবে, নোটবন্দি মামলা নিয়ে রায় ঘোষণা করল শীর্ষ আদালত।

নরেন্দ্র মোদি সরকারের হটাৎ নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। মামলা গড়ায় কোর্টে। কিন্তু সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিলো, নোট বন্দির সিদ্ধান্ত কোনও ভুল ছিল না। সুপ্রিম কোর্ট বলছে, কী ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিবেচনা করে কেন্দ্রের সিদ্ধান্তকে পাল্টানো যায় না। নোট বাতিলের ক্ষমতা কেন্দ্রের রয়েছে। তাই কেন্দ্রের তরফ থেকে এই প্রস্তাব এসেছে বলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে ভুল বলে ঘোষণা করা যায় না।
কোর্ট রায়ে জানিয়েছে, নোটবন্দির উদ্দেশ্য সফল হয়েছে কি না তা ‘প্রাসঙ্গিক নয়’। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায় পড়ে শোনানোর সময় বিচারপতি বিআর গাভাই বলেন, ‘‘অর্থনৈতিক নীতির বিষয়ে অত্যন্ত সংযমী থাকতে হবে। আদালত নিজে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে এই ভাবে পাল্টে ফেলতে পারে না।’’

উল্লেখ্য, নোটবন্দির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ৫৮টি পিটিশন দায়ের করা হয়েছিল। আবেদনকারীদের যুক্তি ছিল, সরকার সঠিক পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেয়নি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। পাশাপাশি, পুরনো নোট বদলানোর জন্য মাত্র ৫২ দিন সময় দেওয়াকেও ‘অযৌক্তিক’ বলে দাবি করেন আবেদনকারীরা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও