কর্নাটকে কংগ্রেস একাই গঠন করবে সরকার, বলছে সমীক্ষা

সম্পূর্ণ নিরপেক্ষ হায়দরাবাদের এক সমীক্ষা সংস্থা কর্নাটক বিধানসভা নির্বাচন নিয়ে যে সমীক্ষা রিপোর্ট পেশ করেছে তাতে উজ্জীবিত হওয়ার কথা কংগ্রেসের। রাহুল গান্ধির ভারত জোড়ো কর্মসূচির প্রভাব পড়ছে কর্নাটকে। ২২৪ আসন বিশিষ্ট বিধানসভায় কংগ্রেস একাই পেয়ে যাবে ১১৪টি আসন। সমীক্ষায় প্রকাশ ৪০ শতাংশের বেশি ভোট পেতে পারে কংগ্রেস। ২০২২-এর নভেম্বর মাসের ২০ তারিখ থেকে এ বছর ১৫ জানুয়ারি পর্যন্ত সার্ভের রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে বিজেপি পেতে পারে ৭৫টি আসন আর জনতাদল সেক্যুলার ৩০টি। ২০১৮ সালের বিধানসভা ভোটে যদিও কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৮০ এবং জেডিএস-এর ৩৭। কিন্তু জোট সরকার গঠন করলেও পরে কংগ্রেস ও জেডিএস থেকে বিধায়ক ভেঙে বিজেপিতে যোগ দিলে জোট সরকারের পতন হয়। এবার কংগ্রেস একাই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বছর এপ্রিলের শেষে ভোট হতে পারে কর্নাটকে। এই সমীক্ষায় দেখানো হয়েছে সংখ্যালঘু ভোট সম্পূর্ণভাবেই চলে যাবে কংগ্রেসের দিকে। তবে মুসলিম অধ্যুষিত কয়েকটি কেন্দ্রে আসাদউদ্দিন ওয়াইসির মিম পার্টি দাঁড়ালে ৫ থেকে ৬টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রে প্রভাব পড়তে পারে। কিন্তু ভোটারদের ঝোঁক কংগ্রেসের প্রতিই বেশি। বেঙ্গালুরু সিটি, মাইসুরু, বেলাগাভি, হায়দরাবাদ কর্নাটক এরিয়া, সেন্ট্রাল কর্নাটক এলাকা ধরে ধরে এই সমীক্ষা চালানো হয়েছে। কংগ্রেসের পক্ষে মত দিয়েছেন ভোক্কালিগা, ওবিসি, এসসি, এসটিরাও। একমাত্র কোস্টাল কর্নাটকে বিজেপি কংগ্রেসকে ছাড়িয়ে যাবে বাকি সমস্ত অঞ্চলে প্রচণ্ড প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। এই সমীক্ষাতে তুলে ধরা হয়েছে প্রাক্তন বিজেপি নেতা ও প্রভাবশালী ব্যবসায়ী জনার্দন রেড্ডি যে নতুন দল গঠন করে ভোটে নামছেন তার প্রভাব পড়বে বেশ কয়েকটি আসনে। বিজেপির পক্ষ থেকে সমর্থন সরে যাওয়ার পিছনে আরও একটি কারণ তুলে ধরেছেন সমীক্ষকরা। বিজেপি নেতা ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিতে হয় মাঝপথে বোম্মাইকে জায়গা করে দেওয়ার জন্য। তার প্রভাব পড়বে বেশ কয়েকটি আসনে। যদিও বিজেপি ইয়েদুরাপ্পাকে মানাবার চেষ্টা করছেন শেষ পর্বে কিন্তু তার আগে ভোটাররা মন ঠিক করে নিয়েছে। জনার্দন রেড্ডির নতুন দল কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ জোরদার চেষ্টা চালাচ্ছে কোপ্পাল, গঙ্গাবতি, বল্লারি, কোলার, দেবানগ্রি এবং রাইচুরে বেশ কিছু আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। এই নিরপেক্ষ সমীক্ষা অবশ্য জানিয়ে দিয়েছে রাহুল গান্ধির ভারতজোড়ো কর্মসূচির সুফল মিলতে পারে আর কয়েক মাসের মধ্যেই। কৃতজ্ঞতা: পুবের কলম

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও