ওয়েলফেয়ার পার্টির সর্ব দলীয় বৈঠকে হিংসা বন্ধের দাবি, ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা

শনিবার কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সর্বদলীয় বৈঠক হয়। ওই বৈঠক থেকে হিংসা বন্ধের জন্য প্রশাসনের কাছে নেতৃত্বরা আহ্বান জানান। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই,ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, আইইউএমএল, ডিএনপি, বিএনপি, আরপিআই, ভীম আর্মি সহ একাধিক দলের নেতৃত্ব।
এদিন ফরওয়ার্ড ব্লকের দেবব্রত রায়,
সিপিআই এর রাজ্য কমিটির সদস্য কল্যাণ ব্যানার্জি, আইএসএফের শাজাহান লস্কর, আরপিআই-এর মৃত্যুঞ্জয় মল্লিক, ভীম আর্মির সভাপতি রাভি কুমার,আইনজীবী আনিসুর রহমান প্রমুখ দেশ ও রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। সকলেই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করার পরামর্শ দেন।
ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন বলেন, কিভাবে রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাজনীতির বাইরে বের করা যায় সেটা শাসক দল চেষ্টা করছে। নির্বাচন যত এগিয়ে আসবে রাজনৈতিক হিংসা তত বাড়বে, তাই সময়ের দাবি একজোট হয়ে হিংসা বন্ধ করতে হবে।
বিভিন্ন দলের নেতৃত্ব বলেন, পশ্চিমবঙ্গে বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলোর উপর অত্যাচার চলছে। তৃণমূল কংগ্রেস একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। পঞ্চায়েত নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের অমানবিক নির্যাতন, বিরোধীদের উপর মিথ্যা মামলা দিয়ে মমতা সরকার প্রমাণ করেছে, তারা গণতন্ত্র মানে না। রাজ্যে শুধু তৃণমূল কংগ্রেস আর বিজেপি থাকবে, আর অন্য দলগুলোকে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করবে, এটা চলতে পারে না।
ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন আরও বলেন,’মানুষ আক্রান্ত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে, এই অবস্থায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের বাইরে এসে একটা ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। দলের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থ বেশি করে দেখতে হবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি করা হয়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা মুক্ত করতে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও