নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি জানালো জামায়াতে ইসলামী

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা পীরজাদা
নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি জানালো জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ। এক প্রেস বিবৃতিতে সংগঠনটির আমীর এ হালকা মুহাম্মদ আব্দুর রফিক জানিয়েছেন,
“২১ জানুয়ারি আইএসএফ-এর রাজনৈতিক কর্মসূচি ছিল। রাজনৈতিক আন্দোলন করার অধিকার প্রত্যেক দলের আছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচির ওপর অন্য কোনো দলের পক্ষ থেকে প্ররোচনা দেওয়া বা হামলা করা নিন্দনীয় কাজ। আইএসএফ-এর কর্মী-সমর্থক ও তৃনমূলের কর্মীদের মধ্যে পারস্পরিক হামলা ও পাল্টা হামলার জেরে যে গণ্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ, এই ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হওয়া বাঞ্ছনীয় ছিল।”
প্রেস বার্তায় জামায়াতের রাজ্য সভাপতি বলেন, “তবে ঐ দিন অবরোধকারীদের সঙ্গে পুলিশ-প্রশাসনের দ্বন্দ্ব এবং বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব যাতে না হতে পারে, সেই দিকে উভয়পক্ষকে নজর দেওয়া প্রয়োজন ছিল। বাড়াবাড়ি কোনো অবস্থাতেই কাম্য নয়।
নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি। তাঁকে গ্রেফতার করে কারাবাসে নিক্ষেপ করা এবং জামিন না দেওয়া সরকারের অসংবেদনশীলতার পরিচয় বহন করছে। এতে জনসমাজে ভুল বার্তা যাবে বলে মনে করি।”

বিবৃতিতে তিনি, বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর কারাবাস থেকে মুক্তির দাবি জানান।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও