যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি ‘সংঘাতের’ হুঁশিয়ারি নতুন চীনা পররাষ্ট্রমন্ত্রীর

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি গতিপথ পরিবর্তন না করে তাহলে সংঘাতের ঝুঁকি দেখা দেবে।
কিন গ্যাং হচ্ছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী যিনি আগে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন। তিনি তার প্রথম সংবাদ সম্মেলনে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে গুরুতর বিচ্যুতি দেখা দিয়েছে। তিনি বলেন, চীনকে ‘নিয়ন্ত্রণ’ ও ‘দমনের’ চেষ্টা আমেরিকাকে মহান করবে না এবং তা চীনের পুনরুজ্জীবনকেও থামাতে পারবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ বলে বিবেচনা করছে। ‘এটা হচ্ছে শার্টের প্রথম বোতামটাই ভুলভাবে লাগানোর মত ব্যাপার’ – বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, চীনের নেতা শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্বাভাবিকরকম সরাসরি ভাষায় তিরস্কার করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে ‘নিয়ন্ত্রণে আনতে’, ‘ঘিরে ফেলতে’ এবং ‘দমন করতে’ চেষ্টা করছে। চীনা পার্লামেন্টের এক বৈঠকে ব্যবসা-সংক্রান্ত প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তৃতার সময় শি বলেন, ওয়াশিংটন যা করছে তা চীনের জন্য ‘গুরুতর চ্যালেঞ্জ’ বয়ে এনেছে। সূত্র: বিবিসি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও