ঈদের খুশি রাশি রাশি, থানারপাড়া পুলিশের উদ্যোগে ২০০ গরীব দুঃস্থকে নতুন জামা কাপড়

মোকতার হোসেন মণ্ডল:

দুইদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। আর রাশি রাশি ঈদের খুশি ভাগ করে নিতে নদিয়ার থানারপাড়া থানার পুলিশের উদ্যোগে ২০০ জন গরীব দুঃস্থকে নতুন জামা কাপড় দেওয়া হল। বুধবার ওসি অভ্র বিশ্বাস, সিআই মুহাম্মদ উমর ফারুক, অনুপ বিশ্বাস প্রমুখের উপস্থিতিতে এই কর্মসূচী নেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঈদ উপলক্ষ্যে থানার ছয়টি পঞ্চায়েত থেকে দুই শতাধিক মানুষকে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি দেওয়া হয়।
থানারপাড়া থানার ভরপ্রাপ্ত আধিকারিক অভ্র বিশ্বাস এই প্রতিবেদককে জানান, মানুষের পাশে যত থাকা যায় তত বেশি আনন্দিত হই। প্রতিবার ঈদে, পুজোয়, শীতকালে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই। এবারও ঈদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।
আসলে উৎসবের আনন্দ সবার মাঝে সমান ভাবে ঝরে পড়ুক, সেই বার্তা দিচ্ছে পুলিশ।
করিমপুরের সিআই মুহাম্মদ উমর ফারুকও বলছেন, পবিত্র ঈদ হোক কিংবা পুজো, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ কেবল তিনি পান যিনি এ কাজ করেন। পশ্চিম বঙ্গ পুলিশ সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
এদিকে যাদের হাতে নতুন কাপড়, লুঙ্গি দেওয়া হয়েছে তারাও ভীষণ খুশি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও