জামাআতে ইসলামী হিন্দ ও জামাআতে ইসলামী পশ্চিমবঙ্গের ইতিহাস সম্বলিত বই প্রকাশ

জামাআতে ইসলামী হিন্দের ৭৫ বছরের সংগ্রামের পথচলার অংশ হিসাবে সোমবার কলকাতার বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের অফিসে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো “জামাআতে ইসলামী হিন্দ ও জামাআতে ইসলামী পশ্চিমবঙ্গের ইতিহাস” সম্বলিত একটি বই। বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক , প্রাক্তন আমীরে হালকা মুহাম্মদ নুরুদ্দিন শাহ, প্রাক্তন আমীরে হালকা রহমত আলী খান, প্রাক্তন আমীরে হালকা, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের সদস্য ও ট্রাস্টি ডা: রইসুদ্দিন, বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের সম্পাদক নাসিরউদ্দিন, বইটির রচয়িতা মাওলানা মঈনউদ্দিন খান ফালাহী , অন্যতম ট্রাস্টি জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মাওলানা তাহেরুল হক সাহেব, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মাওলানা এ.এফ.এম খালিদ সাহেব, ট্রাস্টি মাহবুবুর রহমান সাহেব, ট্রাস্টি ও সাবেক রাজ্য শুরার সদস্য সেখ হেদায়েত আলি সাহেব, ট্রাস্টি সাইফুল হক সাহেব, জামাআতে রাজ্য অফিস সেক্রেটারি সাবির আলি সাহেব, বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের ম্যানেজার মূহিমুদ্দিন সাহেব প্রমুখ।
বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়ার পরে একটি মনোজ্ঞ ও সমৃদ্ধ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সংগ্রামের পথচলার বিষয়ে ইতিহাস সমৃদ্ধ নানা আলোচনা পেশ করেন। উল্লেখ্য বইটি জামাআতের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মীযান পত্রিকার সম্পাদক মশিউর রহমান সম্পাদনা করেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,
বইটি মোট ৩০০ পৃষ্ঠার। এর বিনিময় মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। খুবই তথ্যপূর্ণ ও ইতিহাস সমৃদ্ধ বই এটি। বিশেষ করে বাংলায় জামাআতে ইসলামী হিন্দের ইতিহাস জানতে কর্মীদের এই বইটি সংগ্রহে রাখা জরুরি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও