মমতার ঘোষণার এক বছরেও ভাগ হয়নি নদিয়া ও মুর্শিদাবাদ জেলা

এক বছর আগে ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজো নদিয়া ও মুর্শিদাবাদ জেলা ভাগ হয়নি। ফলে প্রশ্ন উঠছে, আদৌ জেলাগুলো ভাগ হবে তো? তবে জেলা ভাগ চাইলেও সেই সময় নাম নিয়ে জনগনের আপত্তি ছিল। সাধারণ মানুষ চেয়েছিলেন, উত্তর মুর্শিদাবাদ ও দক্ষিণ মুর্শিদাবাদ হোক। মুর্শিদাবাদ নামটি যেন জেলার সঙ্গে থাকে। একই দাবী ছিল নদিয়ার ক্ষেত্রেও। কিন্তু আজ পর্যন্ত জেলা ভাগের ঘোষণা কার্যকর হয়নি।

বিরোধী দলগুলির মতে, তৃণমুল নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি ঘোরাতেই ২০২২ সালের ১ অগস্ট নবান্নে জেলা ভাগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি সাংবাদিক বৈঠকেই রাজ্যের মুখ্যসচিবকে ৬ মাসের মধ্যে জেলা ভাগ কার্যকরী করতে নির্দেশও দেন। তার পরে এক বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও জেলা ভাগ হয়নি। কবে হবে সেটাও জানা যাচ্ছে না।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, উত্তর ২৪ পরগনা ভেঙে তিনটি জেলা তৈরি হবে। বনগাঁ ও। বাগদা মিলিয়ে নতুন জেলার নামকরণ করেছিলেন ইছামতী,বসিরহাট আলাদা জেলা হলেও তার নামকরণ তখনও করেননি মমতা। দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হবে সুন্দরবন। নদিয়া ভেঙে নতুন জেলা হবে রাণাঘাট। বাঁকুড়া ভেঙে হবে বিষ্ণুপুর জেলা। মুর্শিদাবাদ ভেঙে দুটি জেলা হবে- কান্দি ও বহরমপুর।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও