কোচবিহারে মদ-জুয়া নিষিদ্ধের দাবীতে সাংবাদিক সম্মেলন

মদ-জুয়া সমাজের ভারসাম্য নষ্ট করছে, তাই সরকার অবিলম্বে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করুক। কোচবিহারের দিনহাটায় সাংবাদিক সম্মেলন করে এমনই দাবী করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জেলা নেতৃত্ব। প্রায় দুইমাস ব্যাপী রাজ্য জুড়ে মদ – সুদ – ঘুষ ও লটারির বিরূদ্ধে অন্দোলন করছে ডব্লিউপিআই। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় বড় সমাবেশের মধ্যে দিয়ে এই অভিযান শেষ হবে। দলটির রাজ্য সহ সভাপতি আমিনাল হক বলেন, মদ খেয়ে কেউ বাড়িতে এলে তাকে সবাই ঘৃণা করে। মদের বোতল নিয়ে কেউ কোনও প্রতিষ্ঠানে, সভায় গেলে সমাজ তাকে ভালো বলে না। লটারি খেলাকে মানুষ অপরাধ মনে করে। অথচ সরকার এইগুলোর লাইসেন্স দিচ্ছে। ফলে সমাজে ভারসাম্য নষ্ট হচ্ছে। মদ, লটারির কারণে বাড়িতে বাড়িতে অশান্তি। মানুষের মধ্যে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। হিংসা, বিদ্বেষ, খারাবি বাড়ছে। আমাদের দাবী, সরকার অবিলম্বে মদ, লটারি নিষিদ্ধ ঘোষণা করুক। মানুষের ক্ষতি করে রাজকোষ ভর্তি নয়, বিকল্প অর্থনীতির খোঁজ করতে হবে। বিহার মদ নিষিদ্ধ করতে পারলে পশ্চিমবঙ্গ সরকার পারবে না কেন?’
ওয়েলফেয়ার পার্টির মদ বিরোধী আন্দোলনে বাড়ির মহিলারা ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে। ১১ ডিসেম্বরের কলকাতা সমাবেশে মহিলারা হাতে ঝাঁটা নিয়ে পথে নামবে বলে জানা গেছে। দলটি সুদ ও ঘুষের বিরূদ্ধেও আওয়াজ তুলেছে। সেই সঙ্গে দীর্ঘদিন নিয়োগ না থাকায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে দলটি। অমিনাল হক বলেন, কোটি কোটি বেকার ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন, স্কুল কলেজে লাখ লাখ শূন্যপদ। সরকার চাকরি দিচ্ছে না। অন্যদিকে ছয় সাত বছর আগে যেসব চাকরি হয়েছে সেখানে ‘ ঘুষের ‘ অভিযোগ উঠেছে। বহু নেতা মন্ত্রী জেলে। আদালতের নির্দেশে সিবিআই ইডি তদন্ত করছে, কিন্তু কতদিন তদন্ত চলবে, আন্দোলনরত চাকরি প্রার্থীরা কবে নিয়োগ পাবে, কবে ফের নতুন নিয়োগ শুরু হবে, কিছুই জানা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কেউ বেকারদের কথা ভাবছে না।’
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা সভাপতি সামীম আক্তার,
সম্পাদক ডাঃ আব্দুস সাত্তার, সহ সভাপতি মুফতি আনোয়ার হোসেন সাঈদী প্রমুখ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও