টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ আর্জেন্তাইন তারকা মেসি

আর্জেন্তাইন ফুটবল আইকন লিওনেল মেসি টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের সেরা ক্রীয়াবিদ নির্বাচিত হয়েছেন। এই মর্যাদাপূর্ণ সম্মানটি মেসির ঐতিহাসিক অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর এসেছে। মেসির এই প্রাপ্তি সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসাবে তার মর্যাদাকে দৃঢ় করে। মূলত পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তিনি যে প্রভাব সৃষ্টি করেছেন সে কারণেই তাকে বর্ষসেরা নির্বাচিত করা হয়েছে। মর্যাদাপূর্ণ এই তালিকায় ওঠার জন্য মেসি পেছনে ফেলেছেন দুই তারকা ফুটবলার আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে, টেনিস তারকা নোভাক জোকোভিচকে।

২০২৩ সালের জুলাইয়ে লিওনেল মেসি মায়ামিতে যোগ দিয়ে বদলে দেন পুরো ক্লাবটিকে। তাঁর আগমনে উজ্জীবিত হয়ে মিয়ামি প্রথম শিরোপা জিতে ইতিহাস তৈরি করে। এক বিবৃতিতে ম্যাগাজিনটি আরও বলেছে, “মিয়ামি যা অসম্ভব মনে করতো। মেসির আগমনে তা সবই সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ফুটবলের দেশে পরিণত করেছেন মেসি”।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও