সংসদের চেম্বার-লবি ও গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ, সাসপেন্ড সাংসদদের বিরুদ্ধে লোকসভা সচিবালয়ের সার্কুলার

লোকসভায় সাসপেন্ড করা সাংসদদের বিরুদ্ধে লোকসভা সচিবালয় কড়া ব্যবস্থা নিয়েছে। সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে সাময়িক সাসপেন্ড হওয়া ১৪১ সংসদ সদস্যের সংসদের চেম্বার, গ্যালারি ও লবিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত সংসদ থেকে বরখাস্ত হওয়া সাংসদের মধ্যে ৯৫ জন লোকসভা এবং ৪৬ জন রাজ্যসভার। বিরোধী দলগুলি সংসদের নিরাপত্তার ত্রুটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করছে। মঙ্গলবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলো।

লোকসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাসপেন্ড হওয়া সাংসদের কেউ চেম্বার, গ্যালারি এবং লবিতে প্রবেশ করতে পারবেন না। সংসদীয় কমিটির সদস্য সাংসদরাও অংশ নিতে পারবেন না। এ ধরনের সদস্যরা কোনো নোটিশ দিলে তাও গ্রহণ করা হবে না। সাসপেন্ড সদস্যদের দৈনিক ভাতাও দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও