নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন ‘গিমিক শো’: মমতা বন্দ্যোপাধ্যায়

অযোধ্যায় রাম মন্দির অভিষেক অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। এবার রাম মন্দির উদ্বোধন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজেপিকে আক্রমন করে মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধনকে ‘গিমিক শো’ বলে আখ্যায়িত করেছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন, তিনি ধর্মীয় ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে বিশ্বাস করেন না। যতদিন বেঁচে থাকব ততদিন হিন্দু-মুসলমানদের মধ্যে বৈষম্য করতে দেব না। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি প্রশাসনিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ম যার যার নিজের। উৎসব কিন্তু সবার। আমি এমন উৎসবে বিশ্বাস করি যা সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে যায় এবং ঐক্যের কথা বলে। আপনি যা চান তা করুন। ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। এটি করুন, আমার কোনো সমস্যা নেই তবে অন্য সম্প্রদায়ের লোকদের অবজ্ঞা করা ঠিক নয়।” মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের শপথ এবং আল্লাহের কসম খেয়ে বলেন, হিন্দু-মুসলিম-শিখ- খ্রিস্টানের ভাগাভাগি করতে দেব না।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও