ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ

২১শে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে সভা করতে চাই নওশাদ সিদ্দিকির আইএসএফ৷ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করবে তারা। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়াই কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে দলটি। সভার অনুমতি চেয়ে আবেদন জানায়। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। কোর্ট জানতে চাই সেখানে অন্য কোন সভা আয়োজিত হয় কিনা? আইএসএফের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রতি বছর ২১ শে জুলাই শহিদ সভা করে। বিজেপিও করেছে সভা। বুধবার আদালতে এই মামলার শুনানি হবে। এদিকে পুলিশের বক্তব্য, গত বছর ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আইএসএফের সভায় অশান্তি হয়েছিল। আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সেই আশঙ্কা থেকে অনুমতি দিচ্ছেনা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও