এবার পাড়ায় পাড়ায় সমাধান! নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুয়ারে সরকারের পর এবার পাড়ায় সরকার করার পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আম-জনতার সমস্যার সমাধানের লক্ষ্যে এই পরিকল্পনা। পাড়ায় পাড়ায় গিয়ে সমস্যা শুনে সমাধান করার ব্যবস্থা করবে সরকার। পোলিং স্টেশন অনুসারে তিন জন করে অফিসার বসবে। কারও কোন অভিযোগ থাকে তবে সেখানে গিয়ে বলবেন। আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘জনসংযোগ প্রোগ্রাম’। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। রেশনের সমস্যা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক ভাতায় বঞ্চিত হলে তারা এখানে অভিযোগ করতে পারবেন। শংসাপত্র নিয়ে অভিযোগ থাকলেও জানাতে পারবেন। অনেক সময় দুয়ারে সরকার থাকার পরেও কাজ হয়না, নিচু তলাতেও অনেকে কাজ করেনা, মানুষকে গিয়ে ঘুরতে হয়। সেইসব মাথায় রেখে এই জনসংযোগ প্রোগ্রামের পরিকল্পনা। পাড়ায় গিয়ে এই সমস্ত বিষয়ের সমাধান করা হবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও