রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান শেখের বাড়িতে ফের ইডির তল্লাশি অভিযান

তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ফের ইডি। রেশন কেলেঙ্কারি মামলার তদন্ত করতে অভিযান চালাতে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) টিমের উপর হামলার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। সন্দেশখালিতে নিখোঁজ শাহজাহান শেখের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সহ ইডি কর্মকর্তারা পৌঁছেছেন। কয়েকদিন আগে শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেই সময় হামলায় ইডি টিমের আধিকারিকরা আহত হয়েছিলেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে ইডি আধিকারিকরা। শাহজানের বাড়ি ঘিরে ফেলা হয়। সেখানে রাজ্য পুলিশও রয়েছে। তাঁর বাড়ির দরজা বন্ধ থাকার জন্য চাবিওয়ালা ডেকে তালা ভাঙা হয়। পুরো ঘটনার ভিডিও করার জন্য ভিডিওগ্রাফার রয়েছে। যথাযথ সার্চ ওয়ারেন্ট নিয়েই ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করে। জানা গিয়েছে, মোট ১৩ জন শাহজাহানের বাড়ির ভিতরে আছেন, তার মধ্যে,৬ জন আধিকারিক,২ জন স্থানীয় সাক্ষী, ৩ জন ইডির সাক্ষী, ১ জন তালা ভাঙার লোক এবং ১ জন ইডি ভিডিয়োগ্রাফার।

উল্লেখ্য, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সমর্থকেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকদের উপর হামলা এবং তাদের গাড়ি ভাঙচুর করেছিল। অফিসাররা রেশন বন্টন কেলেঙ্কারির তদন্তের জন্য উত্তর ২৪ পরগণা জেলার শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে এসেছিলেন। ইডি আধিকারিকরা সন্দেশখালি এলাকায় শেখের বাড়িতে পৌঁছলে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক সমর্থক ইডি আধিকারিক এবং তাদের সাথে থাকা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে। এরপর তারা বিক্ষোভ দেখায় এবং পরে তাদের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীরা দলটিকে সেখান থেকে সরে যেতে বাধ্য করে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও