সন্দেশখালিকাণ্ডে শাহজাহান ঘনিষ্ঠ উত্তমকে সাসপেন্ড তৃণমূলের

মাস খানেক থেকেই সন্দেশখালি এখন খবরের শিরোনামে। জানুয়ারির প্রথম সপ্তাহে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার শিকার হন ইডির আধিকারিকেরা। তখন থেকেই সন্দেশখালির পরিবেশ উত্তপ্ত। শাহজাহান ঘনিষ্ঠদের সন্ত্রাসে ক্ষুব্দ হয়ে প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। দুদিন থেকেই এই এলাকায় থমথমে পরিবেশ। নাম উঠে আসে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার। সন্দেশখালি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার। উত্তম সর্দারকে সাসপেন্ড করার ঘোষণা দিয়েছে তৃণমূল। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। স্থানীয় মানুষদের সাথে খারাপ আচরণের অভিযোগের ভিত্তিতে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও