রাহুল গান্ধী ফিরছেন আমেঠিতে, রাইবেরেলি থেকে নির্বাচনী ময়দানে যাত্রা শুরু প্রিয়াঙ্কার

আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠি থেকে লড়বেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তথ্য অনুযায়ী, রাহুল গান্ধী এবার আমেঠি ও ওয়ানাড থেকে নির্বাচনে লড়তে পারেন। একইসঙ্গে খবরও আসছে, এই লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা নির্বাচনে লড়বেন। রায়বেরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনী রাজনীতিতে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধী সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা করার পরে রায়বেরেলি আসনটি খালি হয়ে গেছে। প্রসঙ্গত কংগ্রেস জানিয়েছিল, সোনিয়া গান্ধী আসন্ন লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে এবার গান্ধী পরিবারের অন্য কেউ এই আসন থেকে ভাগ্য পরীক্ষা করতে পারেন। এই সপ্তাহে, রায়বেরেলিতেও এই ধরনের পোস্টার লাগানো হয়েছিল, যেখানে কংগ্রেসকে এই মর্যাদাপূর্ণ আসনের জন্য প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে প্রার্থী করার জন্য অনুরোধ করা হয়েছিল। এদিকে কংগ্রসের এক সময়ের শক্তিশালী ঘাঁটি রাহুল গান্ধী ২০১৯ সালে বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেঠি আসনে হেরে যান। একই আসনে ফের বিজেপি প্রার্থী করেছে তাঁকে। এখন সময় বলবে এই হাই প্রোফাইল আসনে কে জিতবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও