রমাযানের শুভেচ্ছা জ্ঞাপন মমতা-মোদীর

ইসলাম ধর্মের পবিত্র মাস রমাযানের চাঁদ দেখা গেছে। প্রথম রোজা হবে মঙ্গলবার। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন মসজিদে রমাযান মাসের বিশেষ ‘তারাবিহ’-ও শুরু হয়েছে। এবার রোজা পালন করতে হবে প্রায় ১৩ ঘণ্টা। সোমবার রমজানের প্রাক্কালে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ বলেছেন, “সকলকে জানাই রমাযান মাসের শুভেচ্ছা। এই পবিত্র মাস সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।” এদিকে দেশবাসীকে রমাযানের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘সবাইকে রমাযানের শুভেচ্ছা। এই পবিত্র মাস সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি এই কামনা করি।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও