সিএএ নিয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের, ৯ এপ্রিল পরবর্তী শুনানি

সারাদেশ থেকে সিএএ-র বিরুদ্ধে দায়ের করা ২০০ টিরও বেশি পিটিশনের উপর সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার, সুপ্রিম কোর্ট সিএএ-র উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করেছে। আদালত তিন সপ্তাহের মধ্যে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে। শুনানির সময়, প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল, বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞার দাবিতে আবেদনের জবাব দিতে তাদের কতটা সময় প্রয়োজন। যার উপর কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল হাজির হয়ে চার সপ্তাহের সময় চেয়েছিলেন। আদালত তার উত্তর দাখিল করতে কেন্দ্রকে তিন সপ্তাহ সময় দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ৯ এপ্রিল।

অ্যাডভোকেট কপিল সিব্বল, আবেদনকারীদের একজনের পক্ষে উপস্থিত হয়ে কেন্দ্রকে সময় দেওয়ার বিরোধিতা করেন। তিনি বলেন, সিএএ চার বছর ধরে চলছে। মানুষ একবার নাগরিকত্ব পেলে তা ফেরত দেওয়া কঠিন হবে। তিনি বলেন, এর পর এসব আবেদন অকার্যকর হয়ে যাবে। কপিল সিব্বল বলেন, আমরা সময়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি না, চার বছর পর আর কিসের জরুরী? সেই সঙ্গে কপিল সিব্বল আদালতের কাছে বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞার দাবি জানান।
আর একজন আইনজীবী ইন্দিরা জয়সিংহ, আবেদনকারীর পক্ষে আদালতে হাজির হয়ে সিএএ স্থগিত করার দাবি করেন। তিনি বলেন, বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানো উচিত।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও