রাজ্যের তৃতীয় বৃহত্তম লোহরপুর ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত, ফিলিস্তিনিদের উপর অত্যাচারের নিন্দা

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:  মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদের আনন্দে মেতে উঠেছে ধর্মপ্রাণ মুসলিমরা। এদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অবস্থিত রাজ্যের তৃতীয় বৃহত্তম লোহরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল ফিতরের নামাজ। সকাল ৭টাই ঈদের নামাজ আরম্ভ হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লি। ঈদের নামাজে ঈমামতি করা মাওলানা নুরুল ইসলাম কাশেমী জমায়েত হওয়া মুসল্লিদের উদ্দ্যেশ্যে ঈদের বার্তা পেশ করেন। তিনি ফিলিস্তিনি মানুষদের উপর ইজরাইলি অত্যাচারের তীব্র নিন্দা জানান। বিশ্বের শক্তিধর দেশ আমেরিকা, ব্রিটেন এবং মুসলিম দেশগুলির ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেন। নুরুল ইসলাম আরও বলেন, অবিলম্বে গাজাই হত্যালীলা বন্ধ হোক। রাষ্ট্রসংঘ সক্রিয় ভূমিকা পালন করুক।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও