মাধ্যমিক পাশের হার ৮৬.৩১ শতাংশ, প্রথম কোচবিহারের চন্দ্রচূড়

প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফলাফল ঘোষণা করেন। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। চলতি বছরের পরীক্ষায় পাশের হার ৮৬.৩১ শতাংশ। পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। সেখানে পাশের হার ৯৬ শতাংশ। এর পরেই পূর্ব মেদিনীপুর ও কলকাতার স্থান। মেধা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন ৫৭ জন। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। কৃতী এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯% নম্বর পেয়েছেন চন্দ্রচূড়। মাধ্যমিকে এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৯৬ %)। তৃতীয় স্থান অধিকার করেছেন তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রাসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ননিত রঞ্জন পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও