উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

প্রকাশিত হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৬৯ দিন পর ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের। বুধবার এক সংবাদ সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন। চলতি বছরে পরীক্ষা দিয়েছিল ৭,৬৪,৪৪৮ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। চলতি বছরের পরীক্ষায় পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। মেধা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন ৫৮ জন। হুগলি জেলা থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯জন, দক্ষিন চব্বিশ পরগণা থেকে ৭ জন মেধাতালিকায় রয়েছে। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস। কৃতী এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৬ । উচ্চ মাধ্যমিকে এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাম্যদীপ সাহা। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় স্থান অধিকার করেছেন অভিষেক গুপ্ত। অভিষেক মালদহের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৪৯৪।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও