সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী কপিল সিব্বাল

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদের নির্বাচনে জয়ী হয়েছেন আইনজীবী কপিল সিব্বাল। সিব্বাল ১০৬৬ ভোট পেয়েছেন, অন্যদিকে সিনিয়র আইনজীবী প্রদীপ রাই পেয়েছেন ৬৮৯ ভোট। ৩৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সিব্বাল। বিদায়ী সভাপতি ডঃ আদিশ সি আগরওয়াল পেয়েছেন ২৯৬ ভোট। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদের অন্যান্য প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রিয়া হিঙ্গোরানি, ত্রিপুরারি রায়, নীরজ শ্রীবাস্তব। কপিল সিবাল ৮ মে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি পদের জন্য তাঁর প্রার্থিতা ঘোষণা করেছিলেন। হার্ভার্ড ল স্কুলের স্নাতক কপিল সিবাল ১৯৮৯-৯০ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। তিনি ১৯৮৩ সালে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত হন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল ১৯৯৫ থেকে ২০০২ এর মধ্যে তিনবার এসসিবিএ সভাপতি ছিলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “অভিনন্দন কপিল সিব্বালকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার জন্য! আমাদের আইনি জগতের এই গুরুত্বপূর্ণ সংস্থায় সকলের সমর্থনে আপনার জয় আমাদের গর্বিত করে। আমাদের সকলের জন্য গণতন্ত্রের জন্য আপনার লড়াই চালিয়ে যান!”

এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সভাপতি পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বালের নির্বাচনকে উদার ও গণতান্ত্রিক শক্তির বিজয় বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এটি দেশে খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে এমন বড় পরিবর্তনের একটি ট্রেলার।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও