‘ইন্ডিয়া’ জোটে যাওয়ার প্রশ্নে কী বললেন চন্দ্রবাবু নাইডু?

দেশের লোকসভা নির্বাচনের ফল এসেছে। এখন নতুন সরকার গঠনের চেষ্টা জোরদার হয়েছে। এ নিয়ে একাধিক দল ও নেতাকর্মী তৎপর হয়েছেন। অন্ধ্রপ্রদেশে বড়ো জয় পেয়েছে তেলেগু দেশম পার্টি (টিডিপি)। এদিকে, লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই থেকে, জল্পনা শুরু হয়েছিল যে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি টিডিপি এবং জেডিইউ-এর সাথে কথা বলবে এবং তাদের যোগ দিতে রাজি করবে। ইতিমধ্যে এই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, আমরা এনডিএ-র সঙ্গে আছি। আজ এনডিএ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। ‘ইন্ডিয়া’ জোটে যোগদানের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা খুবই উত্তেজিত। আমরা অভিজ্ঞ। আমরা দেশে অনেক রাজনৈতিক উত্থান-পতন দেখেছি, অনেক পরিবর্তন দেখেছি।রাজনীতিতে উত্থান-পতন সাধারণ ব্যাপার। আমরা এনডিএ-র সঙ্গে আছি। আজ এনডিএ বৈঠকে যোগ দিতে যাচ্ছি, এর মধ্যে কোনো খবর এলে জানানো হবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও