তরুনী চিকিৎসকের মৃত্যুর ঘটনা সভ্য সমাজের জন্য লজ্জার, দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র সংগঠনের

শুক্রবার সকালে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি ভবনের চতুর্থ তলায় রহস্যজনক পরিস্থিতিতে এক তরুনী চিকিৎসকের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকের উপর নৃশংসতার নানা চিহ্ন পাওয়া যায়। তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র সংগঠন এসআইও। এসআইও এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও সভ্য সমাজের জন্য লজ্জার। এসআইও পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সাইদ মামুন ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, “এই মৃত্যুর পিছনে বিশ্রামহীন ডিউটি, অন কল রুম না থাকা, নিরপত্তার অভাব এবং অকেজো সিসিটিভি-র প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না।” তিনি আরও বলেন, তরুণী চিকিৎসকের শরীরের ক্ষতচিহ্ন স্পষ্ট করে দেয়, এটা অস্বাভাবিক মৃত্যু। হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবশ্যই এর দায় নিতে হবে। সংগঠনের সভাপতি সাইদ মামুন মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, “হাসপাতালের মত প্রতিষ্ঠানে এমন ঘটনা অকল্পনীয়। ক্যাম্পাসে একজন পড়ুয়া সুরক্ষিত না থাকলে তা অত্যন্ত দুঃখের। এই ন্যাক্কারজনক কর্মকান্ডে জড়িত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে”। এই ঘটনার প্রেক্ষিতে ডাক্তারী পড়ুয়াদের সুরক্ষার ২৪ ঘন্টা সিকিউরিটি নিশ্চিত, অন কল মহিলা ও পুরুষ ডাক্তারদের বিশ্রামের জন্য পৃথক রুমের ব্যবস্থার দাবি জানাই ছাত্র সংগঠনটি। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে সরকারকে হাসপাতালের প্রতিটি বিভাগে ডাক্তার ও মেডিকেল স্টাফদের জন্য কড়া নিরাপত্তা সুনিশ্চিতকরণ, মহিলা সুরক্ষার জন্য ২৪ ঘন্টা সিসিটিভি এবং মহিলা নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও