জিন্স পরা, বয়েজ কাট চুলের মহিলারা মদ-জুয়ার ঠেক ভাঙতে যান না! ফের বিতর্কে মন্ত্রী উদয়ন গুহ

আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। তৃণমূল কংগ্রেসও দোষীদের শাস্তির দাবিতে পাল্টা প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে। এক অনুষ্ঠানে নিজের ভাষণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তুলেন। পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, মদের বিরুদ্ধে প্রতিবাদে গ্রামের মহিলাদের আন্দোলনে দেখা যায়,শহরের মহিলাদের নয়। মন্ত্রীর এমন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। উদয়ন গুহ বলেন, “যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন সেলুনে, তাঁরা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না। তারা কেউ আইপিএলের বিরুদ্ধে আন্দোলন করেন না। তারা কেউ লটারির টিকিটের বিরুদ্ধে আন্দোলন করেন না। কারন শহরের মানুষ, তারা মদ খান না, মদ ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করলে অসুবিধা নেই, মদ খেলে অসুবিধা।” দিনহাটা-২ ব্লকে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এদিকে এইচটি বাংলার প্রতিবেদন অনুযায়ী মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেছেন, “গ্রামের মহিলারা মদের ঠেক ভেঙে দেন, জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য বা জুয়ার ভাটি ভাঙার জন্য আমি কোনওদিন কোনও জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনওদিনও বয়কাট চুলের মেয়েকে দেখিনি। কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে না, ব্যাপারটা জমে না। এটা তো গ্রামের গরিব মা মেয়েদের আন্দোলন। যে আন্দোলন টিভিতে দেখায়, শহুরে মহিলারা সেই আন্দোলনেই যান। আগে ঘর সামলান। নিজের ঘর সামলান।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও