নবান্ন অভিযানে ‘লাশ ফেলে দেওয়ার ছক’, গ্রেফতার ৪

মধ্যরাত থেকে চার জন ছাত্র নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সকালে এমনই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে পুলিশের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, “গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা।” পুলিয আরও বলেছে, “শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে, এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওযা হয়েছে।”

https://www.facebook.com/share/p/Nq3XL5bz2fMem4DZ/?mibextid=oFDknk

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও