প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফল, ৬৯৩ পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম বাঁকুড়ার অর্ণব ও পূর্ব বর্ধমানের রৌনক

 

টিএইচজি ডেস্ক:

শুক্রবার সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠক করে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।
মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ১১৪ জন।
৬৯৩ নম্বর পেয়ে বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল যুগ্মভাবে প্রথম হয়েছেন। আবার ৬৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন মালদা জেলার কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল।
পাশের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। জেলায় সাফল্যের হার ৯৭.৬৩ শতাংশ।

মহামারী করোনার কারণে গত দু’বছর মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হয়নি। এবার ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৬ মার্চ। পর্ষদের তরফে জানানো হয়েছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ এবং ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
পাশের হার ৮৬.০৬%।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও