চলে গেলেন বাংলার বিশিষ্ট সাহিত্যিক আব্দুর রউফ

টিএইচজি:

বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বাংলার বিশিষ্ট লেখক, চতুরঙ্গ পত্রিকার সম্পাদক আব্দুর রাউফ। কলকাতার পার্কসার্কাস এলাকার ৭ মেহের আলি রোডের বাড়িতেই হুগলির তারকেশ্বর থানা গয়েশপুর গ্রামের ভূমিপুত্র আব্দুর রাউফ মারা গেছেন। বেশ কিছু মাস তিনি অসুস্থ ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬।

আব্দুর রাউফ ১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারি হুগলি জেলার তারকেশ্বর থানার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি তারেকেশ্বর হাই স্কুল থেকে দশম শ্রেণী পাস করেছিলেন পরবর্তীকালে মৌলানা আজাদ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি আনন্দবাজার, যুগান্তর, দৈনিক বসুমতি, আজকাল, প্রতিদিন, স্টেটসম্যান ,বাংলা স্টেটসম্যান সহ বেশ কয়েকটি পত্র পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও