অদিশা দেবশর্মার বাড়িতে ওয়েলফেয়ার পার্টির নেতা আমিনাল হক, পাশে দাঁড়ানোর আশ্বাস

নিজস্ব সংবাদদাতা,টিএইচজি বাংলা, কোচবিহার: উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মার বাড়িতে গেলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ সভাপতি আমিনাল হক। তিনি অদিশার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এদিন তার হাতে পুষ্পস্তবক তুলে দেন আমিনাল হক । এই সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির ছাত্র যুব সংগঠন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক রুস্তুম খন্দকার, সামিম আক্তার সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের কৃতি ছাত্রী অদিশার বাড়িতে এখন মিষ্টিমুখ এবং শুভেচ্ছা বিনিময় চলছে।
আমিনাল হক জানান, আমি নিজেও ওই স্কুলের ছাত্র ছিলাম। আমার ব্লকের একজন মেয়ে রাজ্যে প্রথম হয়েছে, এটা বড় আনন্দের খবর।
তিনি আরও জানান, অদিশা দেবশর্মা যতদূর পড়তে চাইবে ওয়েলফেয়ার পার্টি তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে থাকবে। ও ইঞ্জিনিয়ার হতে চায়, পথশিশুদের জন্য ক্ষ্য করতে চায়, আমি তার আরও সাফল্য কামনা করি।
এদিকে অদিশা দেবশর্মা গণমাধ্যমকে বলেন, ‘‘আমি মাধ্যমিকে ৬৭৮ পেয়েছিলাম। তার পর উচ্চ মাধ্যমিকে প্রিয় বিষয়গুলো নিয়ে পড়েছিলাম। বাবা-মা আমাকে প্রেরণা দিয়েছিলেন। তবে কেউ পড়াশোনা নিয়ে কখনও জোর খাটায়নি আমার উপর। অনলাইন ক্লাসের সময় স্কুলের শিক্ষকরাও আমাদের খুব সাহায্য করেছেন। আমি ভাল ফল করব, এই আত্মবিশ্বাস ছিল। তবে ভাবতে পারিনি এত ভাল ফল হবে।’’

দিনহাটার ১১ নম্বর ওয়ার্ডের বলরামপুর রোডের বাড়ি অদিশা শর্মার। তার বাবা তপন দেবশর্মা প্রাথমিক স্কুলের শিক্ষক। মা ইন্দিরা দেবশর্মা একজন স্বাস্থ্যকর্মী। অদিশা জানান,‘‘ছোট বেলা থেকে ইচ্ছে আমার উপার্জন যেন সৎ পথে হয় এবং এই টাকার একটা অংশ পথশিশুদের জন্য দিতে পারি।

উল্লেখ্য, শুক্রবার প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এবার রেকর্ড গড়ে প্রথম দশে জায়গা পেয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ছাত্র ১৪৪ জন ও ছাত্রী ১২৮ জন।
এবার ৪৯৮ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। আর দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তিনি ৪৯৭ নম্বর পেয়েছেন।
পাশের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়ায়।

এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও