ভবিষ্যতে কারও বাড়ি যেন ভাঙা না হয়, সুপ্রিমকোর্টে যাচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ

টিএইচজি বাংলা:
ভবিষ্যতে কারও বাড়ি যেন ভাঙা না হয়, এই দাবি নিয়ে সুপ্রিমকোর্টে যাচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের পর ইউপির কিছু জায়গায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দ চাইছে, উত্তর প্রদেশ সরকারকে যেন সুপ্রিমকোর্ট নির্দেশিকা দেয় যে ভবিষ্যতে কোনও বাড়ি ভাঙা হবেনা।
এদিকে এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দ বলে, হযরত মুহাম্মাদ আরবী(স:)কে অবমাননাকারী প্রাক্তন বিজেপি নেতাদের এখনও গ্রেফতার না করার কারণে দেশের বিভিন্ন স্থানে ন্যায়ের পক্ষালম্বনকারী মানুষদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে ও বিষয়টাকে কেন্দ্র করে গত শুক্রবারে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন হয়েছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় কঠিন ধারায় মামলা রুজু করে প্রচুর পরিমাণে গ্রেফতার করা হচ্ছে ও তাদের বাড়িঘর বেআইনিভাবে ভেঙেফেলার কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে।

জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসেমী জানান,
বুলডোজারের অবৈধ ব্যবহার দেশকে নৈরাজ্যে পরিনত করছে। এলাহাবাদের জাভেদ আহমেদ এবং অন্যান্যরা এদেশের নাগরিক। তাদের সঙ্গে বিদেশি শত্রুর মতো আচরণ খুবই দুঃখজনক।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও