মোহাম্মদ বিন সালমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বাইডেন

অবশেষে সৌদি ক্রাউন প্রিন্স এবং একইসাথে উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সাথে বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার জেদ্দার আস-সালাম প্রাসাদে এই আলোচনা হয় বলে সৌদি প্রেস অ্যাজেন্সি জানিয়েছে।

তবে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সৌদি সৌদি ক্রাউন প্রিন্সের সাথে বৈঠকে আলোচিত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের বিষয়টিও উত্থাপন করেছেন। বাইডেন মনে করেন, এই হত্যাকাণ্ডটি তার দেশ যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট হিসেবে তার নিকট গুরুত্বপূর্ণ।

মধ্যপ্রাচ্য সফরের শেষ পর্যায়ে বাইডেন এখন সৌদি আরব রয়েছেন। এর আগে তিনি ইসরাইল, ফিলিস্তিনের নেতাদের সাথে বৈঠক করেন।
তিনি গতকাল ইসরাইলের তেল আবিব থেকে সরারসি ফ্লাইটে জেদ্দা আসেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই সরাসরি ইসরাইল থেকে সৌদি আরব আগমন ঘটল।

বাইডেন-এমবিএস বৈঠকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক মিত্রতা নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও বিশ্ব-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
আস-সালাম প্রাসাদে বাদশাহ সালমানের সাথেও বৈঠক করেন বাইডেন।

পরে শুক্রবার জেদ্দা হোটেলে বক্তৃতায় বাইডেন বলেন, তিনি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ‘গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে আলোচনা করেছেন।

তিনি ইয়েমেনে ‘স্থিতিশীলকরণে’ সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন।
বাইডেন ঘোষণা করেন, তিরান ও সানাফিরের শান্তিরক্ষী বাহিনী তাদের অবস্থান ত্যাগ করবে। এর ফলে দ্বীপ দুটিতে বিনিয়োগ ও পর্যটন বাড়বে।

তিনি আরো বলেন, সৌদি আরবের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

সূত্র : সৌদি গ্যাজেট, আরব নিউজ, আলজাজিরা ও অন্যান্য

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও