মমতার দিল্লি সফরকে কটাক্ষ সুজনের, পাল্টা দিলেন কুণাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ দিনের সফরে দিল্লি গেছেন। আগামী রবিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর।
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাত ও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে সম্ভাব্য বৈঠকে কেন্দ্র করে সমালোচনা ও কটাক্ষ করেছে বিরোধীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, ‘নীতি আয়োগ নিয়ে কোনও আগ্রহ নেই। অন্য উদ্দেশে গেছেন। গোপনে কথা বলতে গেছেন। অন্য ‘ডিল’ করবেন। ভাইপোর কী হবে, সেই ‘সেটিং’ করাই লক্ষ্য।’

সিপিএম নেতার ওই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সিপিএম যখন কংগ্রেস আমলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করত তখন কী প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হয়নি? তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বাবু কী দিল্লিতে যাননি? তখন তারা নিশ্চয়ই ‘সেটিং’করতে গিয়েছিলেন। নরেন্দ্র মোদি-অমিত শাহের ডেইলি প্যাসেঞ্জারিকে হারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য এখানে ‘ডিল’করার কোনও প্রশ্নই থাকতে পারে না।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও